Tin Goyenda । তিন গোয়েন্দা


ফারিহা মুসার খালাতো বোন। তার বাবা-মা কাজের জন্য নানা দেশ ভ্রমণ করেন, সে কারণে পড়াশুনা নির্বিঘ্নে চালানোর জন্য মুসার মা তাকে নিজের কাছে এনে রাখেন। তিন গোয়েন্দার চেয়ে বয়সে খানিক ছোট ফারিহার প্রথম আবির্ভাব ভলিউম ২৬ এর 'ঝামেলা' গল্পে। সেও আফ্রিকান বংশোদ্ভুত। শ্যুটিং এ তার দক্ষতা আছে। সে শান্ত, বুদ্ধিমতী এবং মমতাময়ী। গ্রীনহিলসের গল্পগুলোতেই সাধারণত ফারিহাকে পাওয়া যায়। পরে শামসুদ্দিন নওয়াবের কয়েকটা গল্পে তাকে রকি বীচেও পাওয়া গেছে।

ফারিহা আছে এমন ভলিউমের তালিকা

১. ঝামেলা, ভলি ২৬ ২. টক্কর, ভলি ৩৬ ৩. উচ্ছেদ, ভলি ৩৮ ৪. অভিশপ্ত লকেট, ভলি ৪০ ৫. আবার ঝামেলা, ভলি ৪৩ ৬. বড়দিনের ছুটি, বিড়াল উধাও ভলি ৪৫ ৭. নেতা নির্বাচন, ভলি ৪৭ ৮. কবরের প্রহরী, ভলি ৫০ ৯. পেঁচার ডাক, ভলি ৫১ ১০. উড়ো চিঠি, ভলি ৫২ ১১. রহস্যের খোঁজে, ভলি ৫৫ ১২. হারজিত, ভলি ৫৬ ১৩. মোমের পুতুল, ভলি ৫৮ ১৪. চোরের আস্তানা, ভলি ৫৯ ১৫. বিড়ালের অপরাধ, ভলি ৬৫ ১৬. পার্কে বিপদ, ভলি ৭০ ১৭. ভিনদেশী রাজকুমার, ভলি ৭২ ১৮. চ্যাম্পিয়ান গোয়েন্দা, ভলি ৭৭ ১৯. উড়ন্ত রবিন, ভলি ৯৩ ২০. রুদ্রসাগর, ভলি ৯৯ ২১. লাটসাহেব, ভলি ১০৬/২