![]() |
কিশোর পাশা |
নাম “ কিশোর পাশা"। মূলত বাঙালি হলেও আমেরিকার জন্মগত বাসিন্দা। লস অ্যাঞ্জেলেস এর রকি বীচ শহরে তাদের বাড়ি। বাবার নাম ছিল “ জাহেদ পাশা"। ছোটবেলায় এক মোটর দূর্ঘটনায় বাবা-মা দুজনকেই হারায় সে। তারপর থেকে চাচা “রাশেদ পাশা " ও চাচী “মারিয়া পাশা"র তত্বাবধানে বড় হয়। নিঃসন্তান মেরি চাচী অপরিচিত লোকের কাছে তাকে নিজের ছেলে বলেই পরিচয় দেন।
কিশোর যেখানেই যাক না কেনো, রহস্য যেন তার পিছুপিছু যায়।
তার প্রধান বৈশিষ্ট্য হলো, সে কোনো কিছু ভাবার সময় নিচের ঠোঁটে চিমটি কাটতে থাকে আর মাঝেমধ্যেই খুব হেঁয়ালিপূর্ণ কথাবার্তা বলে। তাছাড়া সে অত্যন্ত বাস্তববাদী। ভূত-প্রেতে তার কোন বিশ্বাস নেই।
এছাড়া সে অনেক জায়গায় “মোটুরাম" নামেও পরিচিত। ছোটবেলায “পাগল সংঘ" নামে একটা টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে সে এই তকমা পেয়েছে।