Picture of Georgina Parker
জর্জিনা পার্কার-প্রতীকী চিত্র


তিন গোয়েন্দা সিরিজের অন্যতম প্রধান সহযোগী চরিত্র জরজিনা পার্কার, সংক্ষেপে জিনা। বিখ্যাত বিজ্ঞানী হ্যারিসন জোনাথন পার্কার এবং গৃহিনী ক্যারোলিন পার্কারের একমাত্র কন্যা সে। নিজেকে ছেলেদের বেশে সাজিয়ে প্রায়ই ঘোরাফেরা করে সে। তখন তাকে জর্জ নামে ডাকতে হয়।
সবসময় তার সাথে থাকে তার পোষা কুকুর রাফিয়ান। জিনাকে কয়েকটা গল্পে রকি বীচে এবং বেশির ভাগ গল্পে গোবেল বীচে দেখা গেছে। এছাড়া জিনার পরিবারের সাথে বেশ কয়েকবার তিন গোয়েন্দাও বিদেশভ্রমণে গিয়েছে। তামাটে চোখ এবং চুলের অধিকারী জিনার সাথে তিন গোয়েন্দার প্রথম পরিচয় ভলিউম ২/১ এর প্রেতসাধনা গল্পে। তিন গোয়েন্দার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে একই ভলিউমের সাগরসৈকত গল্পে। জিনার গোবেল দ্বীপ নামে নিজস্ব একটা দ্বীপ আছে। সে বদমেজাজী, ঝগড়ুটে, দুঃসাহসী, নৌকা চালানো এবং ঘোড়ায় চড়তে ওস্তাদ। সে গান গাইতে জানে এবং পোষা প্রাণীর প্রতি তার অগাধ মমতা। 

বদমেজাজী হলেও সে বন্ধুদের প্রতি বিশ্বস্ত এবং স্বাধীনচেতা। এনিড ব্লাইটনের ফেমাস ফাইভ সিরিজের জর্জিনা কোয়েন্টিন কিরিনের অনুরূপে গড়ে তোলা জর্জিনা পার্কার চরিত্রটিতে রকিব হাসান ও তাঁর নিজস্ব কিছু বৈশিষ্ট্য যোগ করেছেন। কিছু কিছু গল্পে কিশোরের প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। মুসার সাথে অধিকাংশ সময় খুনসুটিতে ব্যস্ত থাকে জিনা। তার পোষ্য রাফিয়ান জাতে মাংগরল, এবং নানা রহস্য সমাধানের কাজে তার অবদান অনস্বীকার্য।

জিনা আছে এমন ভলিউমের তালিকা

১. প্রেতসাধনা-ভলি ২.১ ২. সাগরসৈকত-ভলি ২.১ ৩. মৃত্যুখনি-ভলি ৩.১ ৪. ছুটি-ভলি ৩.২ ৫. ছিনতাই-ভলি ৪.১ ৬. হারানো উপত্যকা-ভলি ৪.২ ৭. মহাবিপদ-ভলি ৬ ৮. রত্নচোর-ভলি ৬ ৯. বোম্বেটে-ভলি ৭ ১০. আবার সম্মেলন-ভলি ৮ ১১. গোলাপী মুক্তো-ভলি ১১ ১২. প্রজাপতির খামার-ভলি ১২ ১৩. গাড়ির জাদুকর- ভলি ১৫ ১৪. কালো হাত- ভলি ২১ ১৫. মূর্তির হুঙ্কার- ভলি ২১ ১৬. চিতা নিরুদ্দেশ- ভলি ২২ ১৭. অভিনয়- ভলি ২২ ১৮. জিনার সেই দ্বীপ- ভলি ২৫ ১৯. রাতের আঁধারে- ভলি ২৭ ২০. সৈকতে সাবধান- ভলি ২৯ ২১. যুদ্ধ ঘোষণা- ভলি ৩৪ ২২. নতুন স্যার- ভলি ৪১ ২৩. পিশাচকন্যা- ভলি ৪১ ২৪. এখানেও ঝামেলা- ভলি ৪২ ২৫. ডাকাত সর্দার- ভলি ৪২ ২৬. সময়সুড়ঙ্গ- ভলি ৪৩ ২৭. হারানো জাহাজ- ভলি ৪৮ ২৯. মাছির সার্কাস- ভলি ৪৯ ৩০. মঞ্চভীতি- ভলি ৪৯ ৩১. খেলনা ভালুক- ভলি ৫০ ৩২. স্বর্গদ্বীপ- ভলি ৫৪ ৩৩. টাক রহস্য- ভলি ৫৫ ৩৪. জয়দেবপুরে তিন গোয়েন্দা- ভলি ৫৬ ৩৫. পাগলের গুপ্তধন- ভলি ৬৯ ৩৬. পিশাচবাহিনী- ভলি ৭১ ৩৭. মহাকাশের কিশোর- ভলি ৭৪ ৩৮. মৃত্যুর মুখে তিগো- ভলি ৭৬ ৩৯. চ্যাম্পিয়ন গোয়েন্দা- ভলি ৭৭ ৪০. মায়াশহর-ভলি ৭৮ ৪১. মুখোশ পরা মানুষ- ভলি ৮০ ৪২. অদৃশ্য রশ্মি- ভলি ৮০ ৪৩. বিষাক্ত ছোবল- ভলি ৮৪ ৪৪. পাহাড়ে বন্দি- ভলি ৮৬ ৪৫. সাগরে শঙ্কা- ভলি ৯০ ৪৬. মরণসঙ্কেত- ভলি ৯৫ ৪৭. দ্বীপরহস্য- ভলি ৯৬ ৪৮. দূর্গরহস্য- ভলি ৯৬ ৪৯. ঝড়ের দ্বীপ- ভলি ৯৮ ৫০. তুষারদানো-ভলি ১০০ ৫১. ভূতুড়ে ট্রেইন- ভলি ১০৫ ৫২. লাটসাহেব- ভলি ১০৬/২ ৫৩. গৃহযুদ্ধ - ভলি ১১৩/২ ৫৪. মঞ্চনাটক- ভলি ১১৪/২ ৫৫. ভূতুড়ে বর্ম- ভলি ১১৫/২ ৫৬. ভূতুড়ে দূর্গ- ভলি ১১৬/২ ৫৭. ভয়াল সেই রাত- ১১৯/২ ৫৮. দেবতার শহরে- ভলি ১২০/২ ৫৯. খেলার আসর- ভলি ১২১ ৬০. কুয়াশাদ্বীপ- ভলি ১২১/২ ৬১. ড্রাগনরাজার দেশে- ভলি ১২৭ ৬২. স্বাধীনতা তুমি- ভলি ১২৮ ৬৩. ভূতুড়ে জাহাজ- ভলি ১২৮ ৬৪. ভূতের শহর- ভলি ১৩০/২ ৬৫. মেলায় ঝামেলা- ভলি ১৩০/২ ৬৬. প্যালেস থিয়েটার রহস্য- ভলি ১৩৩ ৬৭. নেকড়েমানুষ- ভলি ১৩৬ ৬৮. খলিফার দরবারে- ভলি ১৩৭ ৬৯. হারানো গায়ের রহস্য- ভলি ১৩৮ ৭০. ভূতুড়ে জাহাজের রহস্য- ভলি ১৩৯ ৭১. মেঘড্রাগন- ভলি ১৪০
◆অল্প আছে এমন গল্পঃ ১. নরকে হাজির- ভলি ৩০ ২. খেলার নেশা- ভলি ৩১ ৩. বুদ্ধির খেলা- ভলি ১১৪

CONTRIBUTOR : শতাব্দী ভট্টাচার্য